চাঁদপুর প্রতিনিধি
নিজ নির্বাচনী এলাকার সকল কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং টাকা দিয়ে ভোট কেনার মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মহাসচিব ড. মো. শাজাহান।
আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে রূপসা সড়কে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
ড. মো. শাজাহান বলেন, কয়টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের অভিযোগ করব। আমার নিজ কেন্দ্রও ঝুঁকিপূর্ণ। পরিবেশ না পেলে মানুষ ভোট কেন্দ্রে যাবে না। টাকা দিয়ে ভোট কেনার মহোৎসব চলছে। নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোট করে তাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তাহলে দেশের নির্বাচনে মানুষের আস্থা ফিরে আসবে।
ড. মো. শাহজাহান বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বিএনএমের নোঙর প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও জালাল আহমেদসহ ৮ জন। আমার নির্বাচনী সব এলাকায় একটি মারমুখী অবস্থা তৈরি হয়ে আছে। যদিও প্রশাসন দৃঢ়তার সঙ্গে বলছে এগুলো তারা হতে দেবে না। কিন্তু আমি মনে করি আমার নির্বাচনী এলাকার ১১৮টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ।
ড. শাহজাহান বলেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমি ব্যাপক সাড়া পেয়েছি। সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছে। আমি সবচেয়ে বেশি সাধারণ মানুষের কাছে গিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে এবং পরিবেশ ভালো থাকলে অবশ্যই অনেক ব্যবধানে আমি বিজয়ী হব।