মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে ইউএনওকে অপসারণের দাবিতে বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমার বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
জসিম উদ্দিন বলেন, আগামী ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
এর আগে গত ১৭ জুলাই দোকানে মাটি ভরাট করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার। এ ঘটনাকে কেন্দ্র করে যত্রতত্র জরিমানা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউএনওর অপসারণের দাবিতে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।