হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে আ.লীগ-বিএনপিপন্থী আইনজীবীরা মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে আদালতপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। আজ বুধবার দুপুরে অ্যানেক্স-২ ভবনের সামনে অবস্থান করেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, অপর পাশে অবস্থান নেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। তাঁদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীরাও অবস্থান নেন।

এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা প্রথমে চট্টগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। পরে সেখান থেকে সাড়ে ১০টার দিকে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের সহায়তায় পুলিশি বাধা উপেক্ষা করে আদালত প্রাঙ্গণে ঢোকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা মিছিল নিয়ে আদালতে ঢুকলে দোয়েল ভবনের সামনে অবস্থান নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে এবার নির্বাচনে জয়ী হন। পরে ধাপে ধাপে শিক্ষার্থীদের নিয়ে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। দোয়েল ভবনের সামনে ৫ শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন।

এদিকে আন্দোলনের বিপক্ষে মিছিল বের করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল মিছিল নিয়ে আইনজীবী ভবনের দিকে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় আদালত প্রাঙ্গণের সামনেই সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ ও বিজিবি সদস্যদের। প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সমাবেশ করতে বাধা দিতে চাইলেও পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার কথা বললে তারা পিছু হটে।

কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই, শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন