হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় ধস ও নদীর পানি বেড়ে খাগড়াছড়ি-লংগদুর যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে ১ হাজার পরিবার। এদিকে বেইলি সেতু ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি-লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
 
আজ মঙ্গলবার সকালে ভারী বর্ষণের কারণে পৌর শহরের কলাবাগান, শালবন ও সবুজবাগ এলাকায় পাহাড় ধসে প্রায় ২৫টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া দীঘিনালাসহ আরও ৭ উপজেলায় অন্তত ২৫টির বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এতে জানমালের কোনো ক্ষতি হয়নি। 

অব্যাহত বর্ষণে ধসে গেছে সড়কের মাটি। হরকা বানে বেইলি ব্রিজ তলিয়ে যাওয়ার শঙ্কায় সংস্কারকাজ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। এতে প্রায় ৬ ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ ছিল। 

খাগড়াছড়ির মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নিচু এলাকা। মেরুং ইউনিয়নে বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি-লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার রাত থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি। 

চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি আরও বলেন, মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে পানি কমবে না। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৬ শতাধিক পরিবার। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫টি পরিবার। 

এ ছাড়া মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ির সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙাবাজার এলাকায় সড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাতুল আলম জানান, পানিবন্দী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুত আছে। এর মধ্যে ১৫ টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গেছে। আশ্রয়কেন্দ্রে যাঁরা এসেছেন তাঁদের রান্না করে খাওয়ানো হচ্ছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন