নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের জিম্মি করা হয়নি, তাঁরা স্বেচ্ছায় তাঁদের বিবৃতি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।
হারুন অর রশিদ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের কাছে জোর করে বিবৃতি নেওয়া হয়নি। তাঁদের কোনোভাবে জিম্মিও করা হয়নি। তাঁরা যা বলেছেন, তা স্বেচ্ছায় বলেছেন।’
তিনি আরও বলেন, ‘তাঁদের পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন। খুব শিগগিরই তাঁদের ছেড়ে দেওয়া হবে।’