হোম > সারা দেশ > ঢাকা

ভোট গণনায় মারামারির মামলায় যুথীসহ ৪ আইনজীবীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ২০ মার্চ ২০২৪, ১৪: ৪৭

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন প্রধান আসামি নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবী। আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ তাঁদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। 

জামিন পাওয়া অপর তিন আসামি হলেন অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা ও জাকির হোসেন মাসুদ। আদালতে যুথীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান ও শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। 

গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আগাম জামিন শুনানিতে বিব্রত বোধ করেন। পরে তা পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি গতকাল বিষয়টি শুনানির জন্য এই বেঞ্চে পাঠান। 

উল্লেখ্য, গত ৬-৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৭ মার্চ রাতে ভোট গণনার সময় মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। 

সেই মামলায় নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে কাজলসহ কয়েকজনকে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বইমেলায় ১২টি স্টলের পরিসর বাড়ল

শনির আখড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

ফরিদপুরে ওবায়দুর হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুরে অধ্যক্ষের ওপর দুর্বৃত্তদের হামলা

সেকশন