নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশে দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া চারজন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরে প্রশাসনের চলতি দায়িত্বে থাকা কামরুল আহসান ও এসবির মনিরুল ইসলামকে অতিরিক্ত আইজিপি গ্রেড-১ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
ডিআইজি থেকে যাঁরা অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি পেয়েছেন তাঁরা হলেন—পুলিশ সদর দপ্তরের জামিল আহমেদ, ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ স্টাফ কলেজের হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর পুলিশের মীর রেজাউল আলম।
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতির এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।