হোম > সারা দেশ > ঢাকা

সব ধর্মই অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছে: আইজিপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব ধর্মেই ভালো কাজের উপদেশ আর অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। 

আজ শুক্রবার বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে বাহিনীটির বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০২২-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইজিপি। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। তিনি বলেন, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়।

আজানে প্রথম হয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) এম মহিউদ্দিন, নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মুসলিম উদ্দিন। 

কিরাতে প্রথম স্থান অধিকার করেছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কনস্টেবল মো. শরীফ উদ্দিন, দ্বিতীয় হয়েছেন রংপুরের র‍্যাব-১৩-এর এএসআই মো. ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির নায়েক মো. আরিফুর রহমান। 

‘জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উচ্চমান সহকারী শেখ রেজাউল কবির এবং তৃতীয় টিঅ্যান্ডআইএম বেতার কনস্টেবল মো. ইব্রাহীম হোসেন। 

বাংলাদেশ পুলিশের সব ইউনিটের উপপরিদর্শক (এসআই) থেকে তদনিম্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 

আইজিপি বলেন, ‘আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যাঁরা যে ধর্মের আছেন, তাঁরা তাঁদের ধর্মের যে বিধানাবলি আছে, বিশেষ করে যারা মুসলমান আছেন তাঁরা পবিত্র কোরআনে যে বিধানাবলি আছে, হাদিসে যে পরামর্শগুলো আছে, তা তাঁদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিপুলসংখ্যক পুলিশ সদস্য ো মুসল্লি উপস্থিত ছিলেন। 

উপস্থিত সবাইকে আজান ও কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা কোরআন তিলাওয়াত ও আজান দিয়ে শোনান।

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

সেকশন