হোম > সারা দেশ > ঢাকা

আইজিপির এক বছর পূর্তিতে অনুষ্ঠান করলেন সহকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন দায়িত্ব পালনে এক বছর পূর্ণ করলেন। আইজিপির বর্ষপূর্তি উপলক্ষে সহকর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

সোমবার (২ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরে হল অব প্রাইডে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিরা, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

অনুষ্ঠানে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আইজিপির দায়িত্ব দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’ 

সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, সকল পর্যায়ের সহকর্মী দায়িত্ব পালনকালে তাঁকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। তাঁর কর্মকালে যদি কোনো অর্জন থেকে থাকে তাহলে তা সকল সহকর্মীর। আর ব্যর্থতা থাকলে বাহিনী প্রধান হিসেবে দায় তিনি নেবেন। 

পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য, জনগণের জন্য দায়িত্ব পালন করছেন। বাহিনীর সবাই মিলে ভালো কাজ করছেন বলেই দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা বিরাজ করছে। বাংলাদেশ পুলিশ এগিয়ে যাচ্ছে। এ জন্য বাহিনী প্রধান হিসেবে আমি গর্ববোধ করি।’

আইজিপি আশা প্রকাশ করে বলেন, কনস্টেবল থেকে শুরু করে সকল পদমর্যাদার পুলিশ সদস্য তাঁকে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে তা আরও সম্প্রসারিত হবে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান (অতিরিক্ত আইজিপি) মো. মনিরুল ইসলাম, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ প্রমুখ।

বাটা শো-রুমে আগুনের সূত্রপাত গোডাউন থেকে: ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করার অভিযোগ

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত

পদ্মায় বড়শিতে আটক ৯ কেজির বোয়াল, ‘কম দামে’ বিক্রি

রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

চার ঘণ্টার বেশি সময় পর নিভল মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন

আবদুল হামিদ মেডিকেল কলেজে সবদিকে ঘাটতি, শুধু আসন বাড়তি

অবহেলায় ‘ভুতুড়ে বাড়ি’ শহীদ জিয়া হল

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

সেকশন