হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন আইজিপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দিলেন পুলিশপ্রধান বেনজীর আহমেদ। বাহিনীপ্রধানের এ ধরনের আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা। 

ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের পুলিশ ভবনে (আইজিপির বাসভবন) পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেনজীর। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে অতিরিক্ত আইজিপি পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক। 

পরে পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান আইজিপি। 

বেনজীর বলেন, ‘আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদ্‌যাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এ জন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হলো ‘চাকরি নয়, সেবা’। 

পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেবার মানসিকতা নিয়ে দেশ ও দেশের নাগরিকদের জন্য কাজ করার ওপর জোর দেন আইজিপি। 

আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ; আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে। যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না। 

ঈদ উদ্‌যাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এ জন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। 

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

সেকশন