হোম > সারা দেশ > ঢাকা

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপির ৩ আইনজীবী নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার পৃথক দুটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান তাঁদের জামিন দেন।

ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী বছর ২৮ জানুয়ারি পর্যন্ত তিন আইনজীবীকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

এর আগে ৭ নভেম্বর তিন আইনজীবী হাইকোর্টে আবেদন করলে তাঁদের আগাম জামিন দেওয়া হয়। তিন সপ্তাহের জন্য দেওয়া এই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে মহানগর দায়রা আদালতে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনজন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাস ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। এ ছাড়া নাশকতার অভিযোগে রমনা থানায় আরেকটি মামলা করেন সিদ্বেশ্বরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম।

জাবিতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল, ট্রাইব্যুনালে মামলার আশ্বাস

রাজধানীতে পৃথক স্থানে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

গোপালগঞ্জে খেজুরের রস খেতে বের হয়ে লাশ হলো ২ শিক্ষার্থীসহ ৩ জন

টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

বালুর বদলে মাটি ব্যবহার, প্রতিবাদে কাজ বন্ধ

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

গাজীপুরে জমি অধিগ্রহণ: ‘ক্ষতিপূরণের ভবন’ সারি সারি

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৭ বছর পর কারামুক্ত

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

সেকশন