হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা আতাউর রহমান ঢালীর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৬ মার্চ ২০২৪, ২৩: ২১

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যাসহ পাঁচটি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন পৃথক পৃথক আদেশে পাঁচ মামলায় জামিন দেন।

জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে রমনা থানার তিনটি ও পল্টন থানার দুটি মামলা রয়েছে।
ঢালীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার আরও একটি মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।’

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়। এর আগে আরও তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার একটি মামলায় জামিন পেলে তিনি মুক্তি পাবেন।

গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়।

শিশুর ভালো চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেপ্তার

বইমেলায় ১২টি স্টলের পরিসর বাড়ল

শনির আখড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

ফরিদপুরে ওবায়দুর হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সেকশন