হোম > সারা দেশ > ঢাকা

চাঞ্চল্যকর অপরাধ উদ্ঘাটনে ডিবিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু ঢাকা মহানগর নয়, দেশের কোথাও কোনো ধরনের চাঞ্চল্যকর অপরাধের ঘটনা ঘটলে তা উদ্ঘাটনে গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এ কথা বলেন। 

আইজিপি বলেন, ‘গোয়েন্দা পুলিশের জন্য আজকের দিনটি বড় তাৎপর্যপূর্ণ। এখন কাজ করার জন্য একটি ভালো কর্মপরিবেশ তৈরি হয়েছে। সবাইকে এক সঙ্গে সাহসিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সচেতন থাকতে হবে।’ 

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশের কাজ করতে হবে। পুলিশ দেশ ও জাতির জন্য কাজ করছে, ভবিষ্যতেও করবে।’ 

এসবি’র অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা পুলিশ দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। যেকোনো চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটনের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করেছে গোয়েন্দা পুলিশ।’ 

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। এ ছাড়া সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

সেকশন