হোম > সারা দেশ > ঢাকা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার এবারের আসরের সমাপ্তি

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে

মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। গুনাহ মাফের পাশাপাশি, মুসলমানদের ঐক্য, দুনিয়া ও আখিরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন মুসল্লিরা। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। 

ফজরের নামাজ শেষে চলে বয়ান। বয়ান করেন ভারতের মুফতি মাকসুদ। বাংলা তরজমা করছেন মাওলানা আব্দুল্লাহ। তারপর শুরু হয় হেদায়াতি বয়ান। 

বেলা ১১টা ১৭ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। 

মুসল্লিরা যে যেখানে ছিলেন, সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। এ সময় কান্নায় বুক ভাসান তাঁরা। 

২৬ মিনিটব্যাপী মোনাজাতে হাফেজ মাওলানা ইউসুফ বিন সাদ প্রথম ১১ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষ ১৫ মিনিট দোয়া করেন হিন্দি ভাষায়। 

আজকের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলে পৌঁছান। সকাল ১০টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলিগলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। 

আগামী মঙ্গলবারের মধ্যে মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা ইজতেমা মাঠ ত্যাগ করবেন। মাঠ বুঝে নেবে প্রশাসন। 

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

সেকশন