হোম > সারা দেশ > খুলনা

বিয়ের অনুষ্ঠানে নাচ শেষে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের বাড়িতে নাচ শেষে ফেরার পথে এক নারীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনবির সকালে এ ঘটনায় থানায় মামলা হয়। বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসরাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান শেখ (১৯), রাজীব শেখ (১৯), সোহাগ (১৮), নাসিম মোল্লা (১৯) ও করিম (২২)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে। 

অভিযোগকারী নৃত্যশিল্পীর বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি স্বামী, সন্তানসহ ফকিরহাট উপজেলা সদরে ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে এক বাড়িতে বিয়ে উপলক্ষে নাচতে আসেন ওই নারী। নাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ও তাঁর স্বামীকে ভিন্ন ভিন্ন মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশে রওনা হন কয়েকজন যুবক। যুবকেরা ওই নারীকে এক সড়কে এবং তাঁর স্বামীকে ভুল বুঝিয়ে অন্য সড়কে নিয়ে যান। একপর্যায়ে একটি পরিত্যাক্ত টিনশেডে নিয়ে আটজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন। 

স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত চারজনকে আটক করে টহলরত হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মোল্লাহাট থানা-পুলিশ অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে আটক করে। 

এ ঘটনায় আজ সকালে ওই নারী বাদী হয়ে আটজনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন