বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে জালে পেঁচিয়ে ইমাম হোসেন গাজী (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দাদার সঙ্গে পানগুছি নদীতে মাছ ধরার সময় অসাবধানতা বসত জালের দরিতে পেঁচিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
নিহত ইমাম হোসেন গাজী মোরেলগঞ্জ উপজেলার শ্রেণিখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সরাফত আলী গাজীর ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে প্রবীর দেবনাথ বলেন, দাদা খলিল গাজীর সঙ্গে বাড়ির সামনের নদীতে মাছ ধরছিল শিশুটি। জোয়ার আসায় নদীর পানি বেড়ে যায়। পানির চাপে জালের দরি পেঁচিয়ে নিচের দিকে চলে যায় ওই শিশু। দাদা চেষ্টা করেও নাতিনকে উদ্ধার করতে পারেনি। পরে এলাকাবাসী নদী থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন।