যশোর প্রতিনিধি
বিএনপি হরতালের কর্মসূচি দিলে নেতা-কর্মীদের আড়াই হাতের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
যশোর জেলা শ্রমিক লীগ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি (একাংশ) সাইফুর রহমান।
শহিদুল ইসলাম মিলন বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, ’১৮ সালে খেলেছি সেমিফাইনাল। আর ’২৪ সালে খেলব ফাইনাল। এমন খেলা করব, জীবনে বিএনপি আর এই বাংলাদেশে কথা বলতে পারবে না। একটিবারের মতো এ দেশে রাজনীতি করতে পারবে না। বিএনপি ভয় দেখায়, তারা ভোট করবে না। আওয়ামী লীগ তাদের (বিএনপি) কখনো ভোট করতে সাধে না।’
’১৪ সালের ভোটের ট্রেন ফেল করেছিল। ’১৮ সালে উঠতে যেয়ে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছিল। এবার উঠতে যেয়ে চাকার তলে পড়ে যাবেন। আর জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের বলতে চাই, ‘আপনারা আড়াই হাতের বাঁশের লাঠি তৈরি করবেন।’ বিএনপি-জামায়াত অবরোধ, হরতাল ও অগ্নি-সন্ত্রাস করতে আসলে আওয়ামী লীগের লোকজন মিলে বাঁশের লাঠি দিয়ে বাংলাদেশের মাটি থেকে তাদের উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।
আর যেসব নেতা-কর্মী জীবিত থেকে যাবে; তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এ সময় দলের ভেতরে কেউ যদি ষড়যন্ত্র করে তাদেরও লাঠিপেটা করে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
জামায়াত-বিএনপি এখন থেকে কোথাও মুখ খুললে পিটুনি দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, ‘দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন জামায়াত-বিএনপি শান্তি বিনষ্ট করতে লেলিয়ে দিচ্ছে তাদের সন্ত্রাসী বাহিনী। আমরা যখন ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের নামের তালিকা তৈরি করছে। ক্ষমতায় এসে আওয়ামী লীগে এই নেতাদের হত্যা করবে। আপনারা ভাবুন, রাষ্ট্রক্ষমতায় নেই—এতে আমাদের হত্যা করার তালিকা করছে। ক্ষমতায় আসলে তারা (বিএনপি) কী করবে ভাবুন একটু! এ কারণেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এবার এই জামায়াত-বিএনপিকে আর আগুন-সন্ত্রাসী করতে দেওয়া হবে না। এবার আর কোনো খেলাধুলা হবে না; এবার ওদের সঙ্গে হবে লড়াই। এ লড়াই করেই এই দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে।’
শাহীন চাকলাদার বলেন, এই সমাবেশ থেকে নেতা-কর্মীদের বলতে চাই, দলের ভেতরে একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন না। বরং জামায়াত-বিএনপি এখন থেকে কোথাও মুখ খুললে তাদের পিটুনি দেওয়ার প্রস্তুতি নেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি আজিজুল আলম মিন্টু, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, শার্শা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী প্রমুখ।