কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত ৩৭ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মহারাজপুরের দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকা থেকে চিংড়িসহ আট যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আটক যুবকেরা হলেন ৪ নম্বর কয়রা গ্রামের মিজানুর রহমান, আসাদুল ইসলাম, মাস্তফা সানা, আসাদুল ইসলাম মিন্টু, ৪ নম্বর কয়রা গ্রামের আবুল বাসার সানা এবং মঠবাড়ি গ্রামের আনারুল, মহারাজপুর গ্রামের সাইফুল্যাহ ও মিলন গাজী।
জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ জানতে পারেন কয়েকজন যুবক সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার ভোরে দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকায় দুটি নছিমন ভর্তি ৩৭ মণ চিংড়িসহ আটজনকে আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে ফেলেন। পরে আটক যুবকদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, জুন মাসের ১ তারিখ থেকে ৩ মাস সুন্দরবনের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগের সহযোগিতায় একটি চক্র প্রতিনিয়ত সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকার করে উচ্চমূল্যে বিক্রি করছে।
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যাঁরা সুন্দরবন থেকে মাছ আহরণ করছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পরে সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরা জেলেদের সন্ধান দিলে তাঁদের পুরস্কারের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও ইউএনও অনিমেষ বিশ্বাস।