হোম > সারা দেশ > খুলনা

পরিষদের গুদামে পচা সেই চালের ভবিষ্যৎ কি? 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

করোনাকালে দুস্থদের মাঝে বিতরণ না করে যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের গুদামে পচানো প্রায় ৩ টন চালের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে, তা জানাতে পারেনি উপজেলা প্রশাসন। যদিও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর গত ৩১ অক্টোবর চালগুলো জব্দ করে পরিষদেরই একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

জব্দের এক মাস পার হলেও বিপুল পরিমাণ এ চালের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুল হককে কি সমপরিমাণ চাল কিনে দিতে হবে, নাকি সরকারি সম্পদ নষ্টের দায়ে তাঁকে আইনের মুখোমুখি হতে হবে সেটাও নিশ্চিত নয়। 

এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘এখানে আমার সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই। আমি ঠিক এ ব্যাপারে বলতে পারব না।’ 

এদিকে খেদাপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর পরিষদের পচে যাওয়া চালের ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলেছি। আগামী ১৬ ডিসেম্বরের পর তিনি একটা সিদ্ধান্ত দিতে চেয়েছেন।’ 

গত জুলাই মাসে করোনাকালীন দুস্থদের মাঝে বিতরণের জন্য উপজেলার সব চেয়ারম্যানদের চাল বরাদ্দ দেয় সরকার। গত আগস্ট মাসের প্রথম ও শেষ সপ্তাহে দুই ধাপে ৫৫ বস্তা চাল তোলেন খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল হক। পরে চাল বিতরণ না করে পরিষদের গুদামে রেখে দেন চেয়ারম্যান। ওই পরিষদের সচিব মৃনালকান্তিও চাল বিতরণে উদ্যোগী হননি। ফলে খোলা বাতাসে চালে পচন ধরে। এরপর গত ৩১ অক্টোবর গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশের পরই ৩০০-৪০০ নারী-পুরুষকে পরিষদে জড়ো করে পচা চাল বিতরণের চেষ্টা করেন চেয়ারম্যান ও সচিব। খবর পেয়ে ইউএনও সেই চাল জব্দ করে পরিষদে তালাবদ্ধ করে রাখেন। এখন পর্যন্ত চালগুলো সেখানেই তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। 

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন