হোম > সারা দেশ > খুলনা

খুবির প্রধান ফটকের নাম ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ দিলেন শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটকের নাম ‘বিজয় তোরণ’ থেকে পাল্টে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ করা হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মীর মুগ্ধ তোরণ লেখা একটি পোস্টার প্রধান ফটকে সাঁটিয়ে দেন।

কোটা সংস্কার আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মুগ্ধ স্মরণে ফটকের এই নাম দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা মীর মুগ্ধের নামে স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘শহীদ মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে আজ থেকে খুবির প্রধান ফটকের নাম হবে শহীদ মীর মুগ্ধ তোরণ। তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। আমরা তাঁর হত্যার বিচার চাই।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মুহিবুল্লাহ বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আনুষ্ঠানিকভাবে শহীদ মীর মুগ্ধ তোরণ করা হয়েছে। কোটা আন্দোলনে শহীদ মীর মুগ্ধ স্মরণে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান খুবির গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন