হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলাল উদ্দিন নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামে। 

নিহত আলাল উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে। জন্মেজয় গ্রামে বিয়ে করে বসবাস করছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন ও রাসেল নামে দুই ব্যক্তি বাড়িতে এসে আলাল উদ্দিনকে (৫৫) ডাক দেন। এ সময় তাঁর স্ত্রী সুবলা খাতুন স্বামীর কাছে জানতে চান এত রাতে কারা এসেছেন। বাড়ির বাইরে ওই দুজনের সঙ্গে আলাল উদ্দিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হলে তাঁরা চলে যান। 

রাত ১২টার দিকে তাঁরা আবার আলাল উদ্দিনকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায়। পরে চিৎকার শুনে সুবলা খাতুন ঘর থেকে বের হয়ে দেখেন ছুরি দিয়ে তাঁর স্বামীর পেটে ও ইট দিয়ে মাথায় আঘাত করছে কয়েকজন। এ সময় বাড়ির অন্য লোকজন এগ্রিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়ি গিয়েছি। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে।’

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধর: শাস্তি পেলেন ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী

ময়মনসিংহে পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

শেরপুরের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

সেকশন