হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপির ১৭ নেতা রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার মামলায় ময়মনসিংহে বিএনপির ১৭ নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক রাজিবুল হাসান তালুকদার এই আদেশ দেন। 

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

এর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই ১৭ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা-পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাড়ি ভাঙচুর, নগরীর শিববাড়ি রোডে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় এই আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। 

বিএনপির নেতারা হলেন–মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ ওরফে লিটন, দক্ষিণ জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব প্রমুখ।

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধর: শাস্তি পেলেন ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী

ময়মনসিংহে পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

শেরপুরের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

সেকশন