হোম > সারা দেশ > রাজশাহী

সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ রোববার সকালে রাজশাহী নগরীর ভদ্রায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা মিনু বলেন, ‘আমি উনসত্তরের গণ-অভ্যুত্থান দেখেছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থান দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণ-অভ্যুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছে। ভেতরে-ভেতরে একটা বিরাট গণ-অভ্যুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।’

শিক্ষার্থীদের আন্দোলন ও অসহযোগ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়ে মিনু বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের এই সমর্থন দেওয়া হয়েছে। রাজশাহীতে আমি সর্বস্তরের মানুষকে এই অসহযোগ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের পাশে আছি।’

ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রকৃত মৃতের সংখ্যা লুকানো হয়েছে বলে অভিযোগ করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘আন্দোলনে ৩২ শিশুসহ হাজারখানেক মানুষ মারা গেছে। এর মধ্যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছে দুই শর কম। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৬৭টি অজ্ঞাতপরিচয় লাশ কবর দেওয়া হয়েছে। মহানগর কবরস্থানে আরও ৪৮টি বেওয়ারিশ লাশের দাফন হয়েছে। দুই দিনে এত লাশ এল কোথা থেকে? তার মানে মৃতের সংখ্যা কম দেখানো হচ্ছে। শাপলা চত্বর থেকে হেফাজতের নেতা-কর্মীদের লাশ যেভাবে গুম করা হয়েছিল, ঠিক একইভাবে ছাত্র আন্দোলনের লাশ গুম করা হয়েছে।’

রাজশাহীতে পুলিশ ধরপাকড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন দলের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ‘রাজশাহী মহানগর এলাকায় সম্প্রতি পুলিশ ১৬টি মামলা করেছে। ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। নেতা-কর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না।’

এসব দমন-পীড়ন বাদ দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মিজানুর রহমান মিনু। এর মাধ্যমেই দেশের সব সংকটময় পরিস্থিতি কেটে যাবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সেকশন