হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-৩: বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনের ভোট বর্জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এমনিতেই ভোটার উপস্থিতি কম, তার ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট ও প্রার্থীকে হত্যার হুমকি, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, প্রার্থীকে ভোটকেন্দ্রে প্রবেশে নৌকার কর্মী-সমর্থকদের বাধা প্রদান ও প্রশাসনের নীরবতা এবং অসহযোগিতার অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিন। 

এদিকে শিবগঞ্জের কয়েকটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া নৌকা এবং স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। 

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে সকাল ৮টা থেকে শুরু হয়। তবে সারা দিনই ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। এমনকি ভোটারদের স্লিপ দেওয়ার জন্য প্রার্থীর কর্মী-সমর্থকদের কেন্দ্রের আশপাশে দেখা যায়নি। জেলার তিনটি সংসদীয় আসনে প্রায় একই চিত্র লক্ষ্য করা গেছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে তাঁরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। 

তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ ও নারী ভোটার ৬ লাখ ৬৭ হাজার ৬৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫১২টি। সকাল থেকে জেলার কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন