হোম > সারা দেশ > রাজশাহী

দেশের সবচেয়ে বড় মেডিকেল অক্সিজেনের ট্যাংকি রামেকে

রাজশাহী প্রতিনিধি

দেশের সবচেয়ে বড় মেডিকেল অক্সিজেনের ট্যাংকটি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। রোগীদের যেন অক্সিজেন সংকট না হয় সে জন্য এখানে স্থাপন করা হয়েছে ৩০ হাজার লিটারের নতুন ট্যাংক। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দেশের আর কোনো হাসপাতালে এত বড় অক্সিজেন ট্যাংক নেই। তিনি বলেন, রামেক হাসপাতালে আগে ১০ হাজার লিটারের মেডিকেল অক্সিজেন ট্যাংক ছিল। করোনাকালে অক্সিজেনের প্রয়োজনীয়তা তারা অনুভব করেছেন। আর তাই ১০ হাজার লিটারের জায়গায় স্থাপন করা হয়েছে ৩০ হাজার লিটার ধারণক্ষমতার অক্সিজেন ট্যাংক।

হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘করোনা সংকটে সব সময় একটি অক্সিজেন ট্যাংকার ট্রাক হাসপাতালের পাশেই অপেক্ষা করত। কিন্তু তাও একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। রোগীর মৃত্যু হলে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে মামলার হুমকি দিয়েছিলাম। শেষপর্যন্ত অক্সিজেন এলেও আমরা দুশ্চিন্তায় পড়েছিলাম। এখন আমাদের সে রকম দুশ্চিন্তায় পড়তে হবে না। দেশের কোনো হাসপাতালে এত বড় ট্যাংক আর নেই।’

উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে শয্যা সংখ্যা ১ হাজার ২০০। তবে রোগী থাকেন তার চেয়েও বেশি। রাজশাহী ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগী আসেন এখানে। করোনাকালে হাসপাতালের বেশ কিছু ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন করা হয়েছে। চিকিৎসা সেবায় ২০২১ সালে দেশের সেরা তিনটি হাসপাতালের একটি হয়েছে এই হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী এ পুরস্কার দিয়েছেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন