নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছোট ভাইসহ দুজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতড়া-শিবপুর রোডের ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজ এলাকার আইনুল হকের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন নিহত আল আমিনের ছোট ভাই আল মামুন (১৩) ও একই গ্রামের কুদ্দুসের ছেলে আহাদ আলী (১৩)।
নিহত আল আমিনের বাবা আইনুল হক বলেন, সন্ধ্যার পর ছাতড়া বাজারে তাফসির শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৯টার দিকে দুই ছেলেকেই ভর্তি করানো হয়। রাত সাড়ে ৯ দিকে বড় ছেলে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটকে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।