বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে নিজ ঘরে ডাকাতিতে বাধা দেওয়া এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বৃদ্ধা স্ত্রী। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হারেজ আলী (৮০) স্ত্রীসহ ওই বাড়িতে বসবাস করতেন। হারেজ আলীর স্ত্রী হোলেদা বেগম (৭০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন।
এই ঘটনায় আটককৃতরা হলেন—বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০)।
এ বিষয়ে চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, হারেজ আলী এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তারা ঘুমিয়ে পরে। ভোর রাতে দিকে মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, অস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে চারজন যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, ঘটনাস্থলেই বৃদ্ধর মৃত্যু হয়। এলাকাবাসীরা এগিয়ে এসে হোলেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার পরিদর্শক উজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।