বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় বিএনপির আটক ১৪ নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাতে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ দিন বিকেলে সোনাতলা সদর, জোড়গাছা ও মধুপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে তাদের আটক করেছিল পুলিশ।
সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম হুমায়ন কবির বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা-কর্মীদের আটক করেছিল। পরে তাদের ছেড়ে দিয়েছে।’
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির পদযাত্রা কর্মসূচির নামে সড়কে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কারও বিরুদ্ধে আগের কোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না।’