হোম > সারা দেশ > রাজশাহী

নতুন বউ বাড়িতে এনে নিখোঁজ রংপুরের মোত্তালিব, ৭ দিন পর লাশ মিলল বগুড়ায়

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সরিষাখেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম মোত্তালিব হোসেন (৪০)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের গরীবউল্লাহ আকন্দের ছেলে। 

লাশ উদ্ধারের পর তাঁর পরনের জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে তাঁর চাচা আব্দুস সালাম মোত্তালিবকে শনাক্ত করেন। বিয়ের দুই দিন পর মোত্তালিব হোসেন নিরুদ্দেশ হয় বলে তাঁর চাচা পুলিশকে জানিয়েছেন। 

আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন। ওসি জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে নন্দীগ্রাম থানার সিংজানী গ্রামের এক সরিষাখেতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। লাশ পচে যাওয়ায় তাঁকে শনাক্ত করা যায়নি। পরে ফ্রিঙ্গার প্রিন্টের সাহায্যে নাম-ঠিকানা পাওয়া যায়। এরপর নিহতের চাচা গতকাল বৃহস্পতিবার রাতে থানায় এসে লাশ শনাক্ত করেন। 

চাচা আব্দুস সালামের বরাতে পুলিশ জানান, গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে বিয়ে করেন মোত্তালিব। ২০ ফেব্রুয়ারি নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে আসেন। ওই রাতে কাউকে না জানিয়ে মোত্তালিব বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। 

নন্দীগ্রাম থানার ওসি বলেন, লাশ উদ্ধারের পর স্থানীয় গ্রাম পুলিশ লক্ষণ চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ধরে এনে পুলিশে দিল যুবদল

বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা আমলের স্লোগান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

লিটনের পরিত্যক্ত বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি

সেকশন