হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগ নেতা দেলোয়ারকে অপহরণ: সিংড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশাকে অপহরণে সরাসরি জড়িত থাকার অভিযোগে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার ৯ দিন পর এ দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিলো জেলা স্বেচ্ছাসেবক লীগ। 

অন্যদিকে এম এম ওয়াহিদুজ্জামান পিন্টুকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সোহেল রানা মুন্নুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

আজ বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক মো. শফিউল আযম স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিমন্ত্রীর শ্যালক রুবেল এবং দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার বলেন, গত ১৫ এপ্রিল নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের নির্দেশে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও নির্যাতন করে রুবেলের সমর্থকেরা। দুই দফায় দেলোয়ার ও তাঁর ভাইদের অপহরণের নেতৃত্ব দেন হাসান ইমাম ও মোহন আলী। জেলা পুলিশ এ ঘটনায় তাঁদের দুজনের সম্পৃক্ততা পায়। এটি সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাপরিপন্থী। স্বেচ্ছাসেবক লীগে অপরাধীদের কোনো স্থান নাই। তাই তাঁদের দুজনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন