হোম > সারা দেশ > রাজশাহী

অধ্যক্ষকে এমপির বাসায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় এক মাদ্রাসার অধ্যক্ষকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ পাওয়া গেছে এক সংসদ সদস্যের লোকজনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, পছন্দ অনুযায়ী কমিটি না করায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এসকেডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে গতকাল সোমবার সকালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

তবে অধ্যক্ষকে অপহরণের অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য বলেছেন, অধ্যক্ষ হাবিবুর রহমানকে তিনি দেখা করতে বলেছিলেন। অধ্যক্ষ নিজেই একটি গাড়ি ভাড়া করে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 

এদিকে অধ্যক্ষকে অপহরণের খবরে মাদ্রাসার শিক্ষার্থীরা বিড়ালদহ বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। পরে পুলিশ গিয়ে অধ্যক্ষকে মুক্ত করার আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্র বলেছে, বিড়ালদহ এসকেডিএস ফাজিল মাদ্রাসার কমিটি নিয়ে বিরোধের জেরে গতকাল সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার মঈন, শফিকসহ কয়েকজন কালো রঙের একটি প্রাইভেট কার নিয়ে মাদ্রাসায় যান। এরপর তাঁরা অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যান। 

বিড়ালদহ এসকেডিএস ফাজিল মাদ্রাসার সভাপতি দেওয়ান আবদুস সালেক বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের সন্ত্রাসী বাহিনী মঈন, শফিকসহ কয়েকজন শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে একটি কালো রঙের গাড়ি নিয়ে এসে অধ্যক্ষকে সংসদ সদস্যের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কাশিয়াডাঙ্গায় নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মহাসড়ক অবরোধের খবর শুনে তাঁরা অধ্যক্ষকে ছেড়ে দিতে বাধ্য হন। পরে আমরা তাঁকে কাশিয়াডাঙ্গা থেকে উদ্ধার করে নিয়ে আসি।’ 

উদ্ধার হওয়ার পর অধ্যক্ষ হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আজ (সোমবার) অনেক শিক্ষক-ছাত্রের মধ্যে লাঞ্ছিত হলাম। আমাকে অপহরণ করে নিয়ে গেছে। আন্দোলন দেখে (এমপি) ওসিকে ডেকে বলেছেন আন্দোলন বন্ধ করতে।’ তিনি বলেন, ‘আমি এমপির সাথে দেখা করব না এমনটি বলিনি। আমি তো রাতেই আসতে চেয়েছিলাম। তাঁরা আমার সাথে দুর্ব্যবহার করেছেন। তাঁরা আমাকে তুলে নিয়ে গেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এমন ঘৃণিত কাজ যেন আর কারও সঙ্গে না হয়। এগুলোর প্রতিকার দরকার।’ 

এ বিষয়ে সংসদ সদস্য ডা. মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই শিক্ষককে কয়েকদিন ধরে বলে আসছি, আমার সঙ্গে দেখা করেন। ওই মাদ্রাসার কমিটি নিয়ে ভেজাল চলতেছে। আমি কমিটির সভাপতি করেছিলাম রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলীকে। তাঁকে বাদ দিয়ে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা অন্যজনকে সভাপতি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছিল।’ তিনি বলেন, ‘শিক্ষক আজকে (সোমবার) আসছিলেন। আমি তাঁকে বললাম, কমিটি করে লাভ কী আপনার? আপনার বেতনগুলো স্বাক্ষর হলেই তো হলো। অধ্যক্ষ নিজেই মাইক্রোবাস ভাড়া করে আসেন, আমার এখান থেকে মিষ্টি-চা খেয়ে বিদায় হয়েছেন। এটা অপহরণ নয়।’ 

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাফিকুল আলম বলেন, ওই শিক্ষক আপাতত বাড়িতে আছেন। এটি অপহরণ কি না, তা তদন্তের পর বলা যাবে। 

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন