হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের কেশরহাট বাকশৈল এলাকায় গরুবাহী ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা ও সাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), একই উপজেলার সাকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) এবং পাশের বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের আজিবর রহমান (৪০)। তাঁদের মধ্যে আজিবর গরু ব্যবসায়ী ছিলেন। জাহাঙ্গীর আলম ছিলেন অটোরিকশার চালক। আর আবুল হোসেন ছিলেন বাইসাইকেল আরোহী।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী মোহনপুরের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), একই গ্রামের তৈয়বুর রহমান (৪৫), গরু ব্যবসায়ী বাগমারার গাঙ্গোপাড়া গ্রামের মো. আনসারুজ্জামান (৮০), জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মো. মামুন (৩৫)।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গরুবাহী ভটভটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল রাজশাহী শহরের দিকে। বিপরীত দিক থেকে আসছিল অটোরিকশা। এ সময় ভটভটি ও অটোরিকশার মধ্যে একটি সাইকেল ঢুকে পড়ে। তাতে ত্রিমুখী সংঘর্ষে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের লাশ থানায় নেওয়া হয়েছে।

ইব্রাহিম খলিল আরও বলেন, আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

সেকশন