নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বন্যার্তদের জন্য সংগ্রহ করা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে রিফর্মেশন কমিউনিটি অব বাংলাদেশের (আরসিবি) বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির আরেক অ্যাডমিন।
আজ শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। এর আগে সংগঠনের এক অ্যাডমিনও সংবাদ সম্মেলন করে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার্তদের জন্য সংগ্রহ করা সব টাকা নোয়াখালীতে পাঠানো হয়েছে। সংগঠনের এক সদস্য নিজেই গিয়েছেন।
এর আগে ২৮ আগস্ট সংগঠনের অ্যাডমিন ফরহাদ হোসেন, শামীমা সুলতানা মায়া ও রাকিবুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অ্যাডমিন প্যানেলের অন্য একজনের নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাসেবী পূর্বাঞ্চলের বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু তাঁরা সেই টাকা বন্যার্তদের দেননি।
এর প্রতিবাদে আজ শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে আরেক অ্যাডমিন মো. জুলফিকার বলেন, সংগঠনের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে টাকা সংগ্রহ হয়েছে, তা নিয়ে নোয়াখালী গিয়েছেন সংগঠনের আরেক সদস্য। একটি টাকাও আত্মসাৎ করা হয়নি।
সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য পরিকল্পিতভাবে ওই সংবাদ সম্মেলন করা হয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের আরও বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।