নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তল, গুলি, দুটি ম্যাগাজিনসহ আব্বাস আলী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা।
আজ সোমবার দুপুরে নাটোরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আব্বাস আলী রাজশাহী থেকে একটি বাসে অবৈধ অস্ত্র নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী ওই বাসে তল্লাশি চালায়।