হোম > সারা দেশ > রাজশাহী

তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বাম জোটের সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোট লাল পতাকা মিছিল, পথযাত্রা ও সমাবেশ করেছে। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক ও বাম জোটের শীর্ষ নেতা ওয়াজেদ পারভেজ। বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি, জেলা কমিউনিস্ট লীগের আহ্বায়ক মাহমুদুর রহমান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা বাসদের সদস্যসচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার আমলাতন্ত্র ও পুলিশের ওপর নির্ভর করে টিকে আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বক্তারা আরও বলেন, সব অগণতান্ত্রিক সংশোধনী ও কালাকানুন বাতিল করতে হবে। রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম-খুন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। চাল-আটাসহ ৯টি অত্যাবশ্যকীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করতে হবে। রেশনিং চালু করতে হবে। দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে। মজুরি কমিশন গঠন করতে হবে এবং শ্রমিকদের মাসিক মজুরি কমপক্ষে ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন