হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর সাংবাদিক জামি রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৮
জামি রহমান রতন। ছবি: সংগৃহীত

রাজশাহীর সাংবাদিক জামি রহমান রতন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

জামি রহমান রাজশাহী মহানগরের রেশমপট্টি মহল্লার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের নাট্যকর্মী ছিলেন।

দীর্ঘদিন ধরেই সাংবাদিক জামি রহমান শ্বাসকষ্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। সমস্যা বেড়ে গেলে গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তিনি মারা যান।

স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন জামি রহমান। তাঁর মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা জামি রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছে।

আজ বৃহস্পতিবার বাদ আসর নগরের রেশমপট্টি ক্রিকেট ক্লিনিক মাঠে জামি রহমানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর নগরের টিকাপাড়া গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

লিটনের পরিত্যক্ত বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি

রাজশাহীতে ৮ দফা দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে: আইজিপি

সেকশন