পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন শুরু করেছিলেন দুজন মাছচাষি। এ সময় অভিযুক্তদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।
ওসি জানান, আজ শুক্রবার দুপুরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়িয়া কান্তার বিলে ফসলি জমিতে পুকুর খনন করেছিলেন ওই এলাকার মাছচাষি আব্দুল কাদের ও রাসেল মিয়া। পরে স্থানীয়দের অভিযোগে সেখানে অভিযান চালায় থানার পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হলে আদালত তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ আজকের পত্রিকাকে বলেন, ‘ফসলি জমিতে কোথাও কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না। যেখানে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান চালানো হবে। আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদের সর্বোচ্চ জেল ও জরিমানা করা হবে।’