প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯৩ জন। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৩৩০টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫, পীরগঞ্জে ১৬, রানীশংকৈলে ১৫, বালিয়াডাঙ্গীতে ৪ ও হরিপুর উপজেলায় ৩ জন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন। তাঁদের মধ্যে সদর উপজেলার একজন এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩৬ জন। আর মারা গেছেন ১৩০ জন।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, নমুনা পরীক্ষার বিপরীতে করোনা আক্রান্তের হার ২৮ দশমিক ১৮ শতাংশ। করোনা প্রতিরোধে শুধু মাস্ক পরাই যথেষ্ট নয়, মানতে হবে সামাজিক দূরত্বের বিধিও। জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেলে সংক্রমণ ও মৃত্যু দুটোই নিয়ন্ত্রণ করা সম্ভব।