ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের কুমিল্লাহাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৪৫)। তিনি সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত নওশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর থেকে দ্রুতগতির একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসে। পথে কুমিল্লাহাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারের একজন যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং চারজন যাত্রী আহত হয়।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।