হোম > সারা দেশ > রংপুর

তরুণীকে ধর্ষণের মামলার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, ঠাকুরগাঁও

আপডেট: ০৯ আগস্ট ২০২১, ১৮: ৩৪

ঠাকুরগাঁও সদর উপজেলায় গড়েয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ মামলায় মনোরঞ্জন রায় (৫৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল  রোববার উপজেলার গড়েয়া ইউনিয়নের এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাঁকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি গোপালপুর গ্রামের মৃত দিগেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি গড়েয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দুপুরে আসামিকে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউপি সদস্য মনোরঞ্জন রায়ের ছেলে চন্দন রায়ের সঙ্গে মামলার বাদী ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মামলার বাদী ও চন্দন রায় সম্পর্কে খালাতো ভাই বোন। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় চন্দন রায় ওই তরুণীকে জোরপূর্বক তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে যায়। এরপর তরুণী চন্দন রায়কে বিয়ে করার জন্য চাপ দিলে সে বাচ্চা নষ্ট করার কথা বলে। পরে গত রোববার বিকেলে চন্দন ওই তরুণীকে তাঁর বাড়িতে নিয়ে যায়। এরপর ইউপি সদস্য মনোরঞ্জন রায় ও তাঁর পরিবারের লোকজন তরুণীকে মারপিট করে এবং বাচ্চা নষ্ট করার জন্য জোরপূর্বক ওষুধ খাওয়ান। এ ছাড়াও ইউপি সদস্য মনোরঞ্জন রায় তরুণীর গলায় জোরপূর্বক ৩০০ টাকার একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। 

পরে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গত শনিবার সদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত করা হয় ইউপি সদস্য মনোরঞ্জন রায়, তাঁর স্ত্রী সোমারী রায় (৪৮), ছেলে চন্দন রায় (২৬), মেয়ে মালা রাণী (৩০), জামাই সৌখিন রায় (৩৫) ও মেয়ে কৃত্তিকা রাণীকে (২২)। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মামলায় অন্য আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

সেকশন