হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১৭ জানুয়ারি ২০২২, ১৯: ০২

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইয়াসিন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোরিকশা চালক। আজ সোমবার উপজেলার ঝাপরতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
মৃত ইয়াসিন আলী একই উপজেলার কানিকশালগাঁও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াসিন আলীসহ কয়েকজন যাত্রী রুহিয়া থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে ওই আঞ্চলিক সড়কের পাশে মোড় ঘোরাতে গিয়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে যায়। এতে ঘটনাস্থলে ইয়াসিন আলী মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ওসি (তদন্ত) শহিদ আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। সেখানে আমাদের পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

পাটগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

আলুর কেজিতে উৎপাদন খরচ ২৫ টাকা, বিক্রি ১৮ টাকা

নিয়োগ-চাঁদাবাজি ছিল আফতাবের কবজায়

সেকশন