প্রতিনিধি, রানীশংকৈল (ঠাকুরগাঁও)
বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের লোকজন নিয়ে ঘটা করে ছেলের জন্মদিন উদ্যাপন করলেন এক সরকারি চিকিৎসক। তিনি ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফিরোজ আলম।
গতকাল রোববার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে এই জন্মদিন উদ্যাপন করা হয়। ছেলের দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে এ আয়োজন করেন চিকিৎসক ফিরোজ আলম।
অনুষ্ঠানে ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের দুজন, সুজন ডায়াগনস্টিকের দুজন এবং নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিকের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিসহ প্রায় ত্রিশ জনের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হয়। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল না। ছিল না সামাজিক দূরত্বের বালাই।
সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জন্মদিনে উপস্থিত এক ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি বলেন, জন্মদিনটি হঠাৎ করে আয়োজন করা হয়েছে। সেখানে আমিসহ বেশ কিছু ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আজ সোমবার জানতে চাইলে চিকিৎসক ফিরোজ আলম সাংবাদিকদের বলেন, এটা কোনো ব্যাপার না! যারা ছিলেন তাঁরা আমার ছেলে–মেয়েকে দেখাশোনা করেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা বলেন, যদি এমনটি ঘটে থাকে তাহলে অবশ্যই তিনি ঠিক করেননি।