হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে করোনায় ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও

আপডেট: ১৩ জুলাই ২০২১, ১২: ৪২

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩৭ জন। এ ছাড়া পীরগঞ্জে ২১, রানীশংকৈলে ১৮, বালিয়াডাঙ্গীতে ৬ ও হরিপুর উপজেলায় ১২ জন রয়েছেন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৮৬ শতাংশ। 

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ছয়জন। মারা যাওয়া এই ছয়জনের মধ্যে দুজন বালিয়াডাঙ্গীর, একজন করে সদর, রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২১ জনের মৃত্যু হলো। আক্রান্তের বিপরীতে মৃত্যুর হার ২ দশমিক ৫৩ শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৪, যাঁদের মধ্যে ৩ হাজার ৪৮ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার ঊর্ধ্বগতি সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা, নিয়ম মেনে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে নিজেকে সুরক্ষিত করতে হবে। অন্যথায় জেলার করোনা পরিস্থিতি আরও নাজুক হতে পারে।

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

সেকশন