প্রতিনিধি, ঠাকুরগাঁও
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৬ জনে। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ৮৬ শতাংশ।
রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৭টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৩৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ জন ও নারী একজন রয়েছেন। যাদের বয়স ৩৩ থেকে ৭৬ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তিরা সদর উপজেলা ও রাণীশংকৈলে একজন করে এবং পীরগঞ্জ ও হরিপুর উপজেলার দুজন করে বাসিন্দা রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, পীরগঞ্জে ১১, রাণীশংকৈলে ৫, বালিয়াডাঙ্গীতে ৭ ও হরিপুর উপজেলায় ৯ জন রয়েছেন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৫ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮০ জন সুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরে কিংবা গ্রামে মানুষ মাস্ক বিহীন চলাচল করতেছে। এ অবস্থায় জনসাধারণ অসচেতনভাবে চলাচল করলে করোনার পরিস্থিতি আরও ভয়ংকর হবে। প্রাণঘাতি করোনার মৃত্যু ও শনাক্তের হার কমাতে এই মুহূর্তে থেকে জনসচেতনতার বিকল্প নেই।