প্রতিনিধি
ঠাকুরগাঁও: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত তিন দিনে নতুন করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৫ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৫ জন।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। তিনি বলেন, গেল কিছুদিন আগে বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫ বছরের এক বৃদ্ধের শরীরে করোনা শনাক্ত হয়। পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ইউনিট থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হন তিনি। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।