অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁও জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই কয়েদির নাম আব্দুর রহমান (৫৪)। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, আব্দুর রহমান রানীশংকৈল উপজেলায় একটি মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি।
জেলা কারাগার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেল সুপার ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি সর্দার আজকের পত্রিকাকে বলেন, দুপুর ২টার দিকে ওই কয়েদি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু কারণ হার্ট অ্যাটাক বলে মৃত্যু সনদে উল্লেখ করেছেন চিকিৎসক। আগামীকাল মরদেহের ময়নাতদন্ত শেষে কারাবিধি অনুযায়ী নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।