প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে পল্লী চিকিৎসক আইনুল হক (৩২) গতকাল শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা গেছেন।
একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ শোনার তিন ঘণ্টা পরই বাবা আবুল হোসেন (৭৫) স্ট্রোক করে মারা যান। বাবা ও সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, বাবা–ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের নামাজে জানাজা আজ দুপুরে গ্রামের বাড়ি ভেলাজান শিহিপুর অনুষ্ঠিত হয়।