হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে দুই নৈশকোচের ওভারটেকিং প্রতিযোগিতায় প্রাণ গেল ২ যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ১৪: ৫৪

ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নখাপাড়া এলাকার রাজ্জাকের ছেলে শাহাদাত হোসেন (৩০) ও তাঁর সঙ্গী সঞ্জীব রায়। তাৎক্ষণিকভাবে সঞ্জীবের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রোমার ও শ্যামলী পরিবহন নামের নৈশকোচ দুটি একটি অপরটিকে ওভারটেক করতে প্রতিযোগিতা করছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের সঙ্গে শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতেরা দুজন এনজিও কর্মী ছিলেন। দুর্ঘটনার পর কোচ দুটির চালক তাঁদের গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান এই কর্মকর্তা। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে। 

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

মদ্যপ অবস্থায় বিএনপির নেতাসহ ৯ জন গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

সেকশন