হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায়ের শেষকৃত্য

প্রতিনিধি

আপডেট: ২৪ এপ্রিল ২০২১, ২১: ০০

ঠাকুরগাঁও: যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়াথানায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায়ের (৭০) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের মন্ডলদাম গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে পারিবারিক শ্মশান ঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

আজ শনিবার ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে হরেন্দ্রনাথ রায়ের মৃত্যু হয়। পরে বিকেলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল মামুন। প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, দুই মেয়ে ও তিন পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্যসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সেকশন