প্রতিনিধি, ঠাকুরগাঁও
আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। এ কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন পদবঞ্চিতরা।
জানা যায়, গতকাল শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়। এরপর রাত ১২টার দিকে শহরের চৌরাস্তা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এ সময় নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তাঁরা। পরে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষুব্ধ ও পদবঞ্চিত ছাত্রলীগের নেতা কর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটির ১২ জন সহসভাপতি হলেন-সঞ্জয় কুমার, আখতারুজ্জামান, ফেরদৌস টফি, মিথুন, শাহাজালাল জনি, জি এম সুফি নিয়াজী, আসাদ, শিপন, সৃজন গুহ, তানভীর আলী তুহিন, তাসফিরুল রহমান ও সোহেল রানা।
৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন-সাদিউল হাবীব সাদি, মাহবুব হোসেন, অনুপ দত্ত, সাব্বির ইসলাম, এনএ নিউমুন ও আরাফাত হোসেন বাপ্পী।
৯ জন সাংগঠনিক সম্পাদক হলেন-সৈয়দ আলী নোমান, মিল্টন খন্দকার, সাব্বির, ঋতু, মাহাবুব হাসান মেহেদি, বদিউজ্জামান বাবলু, অমৃত মোদক, বাঁধন ও ফয়সাল সাদেক শোভন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, রাতে ছাত্রলীগের পদবঞ্চিতরা সড়কে মিছিল ও বিক্ষোভ করছিলে। তাঁদের কোন দাবি থাকলে কেন্দ্রীয়ভাবে বিষয়টি জানাতে বলা হয়েছে।